সবুজে মোড়া পৃথিবীর পথে হেঁটে যাওয়া এক নিরহংকার সাধক ছিলেন দ্বিজেন শর্মা। ১৫ সেপ্টেম্বর, ২০১৭-তে তিনি চলে গিয়েছিলেন, কিন্তু রেখে গেছেন প্রকৃৃতি-সাহিত্যের অগণিত আলোকরেখা। প্রকৃতিকে তিনি শুধু পড়াশোনার বিষয় করেননি, করেছেন জীবনের অনিবার্য কবিতা। জীবন বৃৃত্তান্ত ব্যক্তিগত জীবন ২৯ মে, ১৯২৯ সালে সিলেট বিভাগের ( সাবেক বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত ) মৌলভীবাজার জেলার বরলেখা উপজেলার একটি গ্রাম শিমুলিয়ায় জন্মগ্রহণ করেন দ্বিজেন শর্মা। তাঁর পিতা ছিলেন চন্দ্রকান্দ শর্মা, একজন "কবিরাজ" (গ্রাম্য হারবাল চিকিৎসা), মাতা মগ্নময়ী দেবী, বিবি দেবী শর্মা। শিক্ষা ও কর্মজীবন কবি দ্বিজেন শর্মা বিএসসি (অনার্স) সম্পন্ন করেন সিটি কলেজ, কলকাতা থেকে, এবং এমএসসি (বোটানি) সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ১৯৫৮ সালে। চাকরি ও শিক্ষাদান • ব্রজমোহন কলেজ, বরিশাল। • নটরডেম কলেজ, ঢাকা (উদ্ভিদবিজ্ঞান বিভাগ) (১৯৬২ থেকে ১৯৭৪) পরবর্তীতে তিনি মস্কোতে যান এবং Progress Publishers-এ অনুবাদক হিসেবে কাজ করেন। ২০০০ সালে বাংলাদেশে ফিরে আসেন এবং Asiatic Society of Bangladesh-এর সাথে কাজ শুরু ক...