সুমাইয়া বিথি

সমুদ্র তাহার পদ ছায়া,
 আকাশ তাহার দৃষ্টি, 
বাতাস তাহার নিশ্বাস,
 মুখ ভরা হাসি তার,
 আচল  ভরা বিশ্বাস।

 তরু মর্মে তাহার খোপায় গাথাঁ
 বকুল ফুলের সয্য সরাষা  বেনী, 
 চোখ দুটি যেন কাজল ঘেরা,
 ঝরে নাকো কভু বৃষ্টি।

লেখাঃ সুমাইয়া সিথি