সুমাইয়া সামি

শূন্যতা যেন -
নির্জন আকাশে ;
শহরের কোণে -
জমেছে আধার,গভীর বিষাদ 
দিশেহারা হয়ে যাই,
তবে ভাবছি-
উপন্যাস লিখে যাবো।

উপসংহার যে কবে পাই!

প্রদীপ হাতে, ফেরে পথে পথে
রঙ মশালের প্রতিদন্দ্বী-
জোনাকিরা গেল কই?

বাইছে দেখো হয়তো তারা 
জীবনযুদ্ধের মই।

নিঝুমতা নামে বকের পাখায় 
যত মেঘ ছিল সরে সরে যায়;
আলতো করে হাত বাড়ালেই -
চাঁদকে ছোঁয়া যায়।

দোলন চাপার মৌসুমে আমি
টানছি ইতি এবার। 

হয়েছে হয়তো পালা আমাদের 
এবার উপসংহার পাওয়ার।

লেখাঃ সুমাইয়া সামি