একটা গল্প লেইখো

47
0

যদি কখনো ছেড়ে যাও আমাকে, তবে আমাকে নিয়ে একটা গল্প লিইখো।
সেই গল্পের নায়ক চরিত্রে আমাকে রেখো।আর নায়িকা চরিত্রে রেখো তোমাকে। বাস্তবতার গল্পে যদিও আমি হেরে যাবো, তবুও তোমার লেখা গল্পে আমাকে তুমি জিতিয়ে দিও। এক ক্লান্ত বিকেলে কিংবা গভীর নিশিতে নিভৃতে তোমার কুসুম গরম মুখে রাখতে দিও যৌবনের তৃষ্ণায় তৃষ্ণাকাতর আমার এই জিভ।
স্বার্থপর এই পৃথিবীতে বিধাতার লেখা গল্পে তোমাকে পাওয়া না হলেও, তোমার লেখা গল্পে আমাকে তোমার হতে দিও, তোমার করে নিও।
প্রিও, তোমার লেখা গল্পে তোমার এই অপ্রিওকে তুমি জিতিয়ে দিও

-এক কিশোর কবি

#বনাই
#বনা
#bonai
#Bona

sahittorosh.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।