১৯৫০ সালের একটি বিয়ের আমন্ত্রণপত্র

74
0

কত আন্তরিক ও কাব্যিক এক আমন্ত্রণপত্র। পড়ে মন জুড়িয়ে গেলো। পুরানো পত্র-পত্রিকা, দলীল-দস্তাবেজ যতই পড়ি মন ছুয়ে যায়, কি অসাধারন শব্দচয়ন । লেখায়ও কোন বাড়তি শব্দ নেই। অতি সংক্ষেপে কি দারুণভাবেই না মনের কথাগুলো ফুঁটিয়ে তোলা হয়েছে।

সেই আমন্ত্রণপত্র



ভাই,

নুরুন্ নাহারের সঙ্গে জড়িয়ে পড়েছি বিয়ের গ্রন্থিতে –

আসছে একুশে আগস্ট, সোমবার, বর্ষামেদুর উত্তর-সন্ধায় । পরীবাগে সে অনুষ্ঠান ।


তুমি আস্ বেই, আনন্দ খুসীর কল্লোল তুলবেই –

অনুরোধ নয়, অধিকার ।


____________________ইতি

                                   মোকসুদ


ঢাকা

১৪ আগস্ট, ৫০


ছবি : শিক্ষাবিদ ও জাতীয় বেতন কমিশনের প্রথম নারী সদস্য নুরুননাহার ফয়জননেসা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সাইন্স বিভাগের অধ্যাপক সৈয়দ মকসুদ আলী বিয়ের আমন্ত্রণপত্র । 


সময়কাল : ১৪ই আগস্ট, ১৯৫০ ।


ছবি: সাদিয়া আফরিন মল্লিক (BOR)

সৌজন্যে: বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র

sahittorosh.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।