শূন্যতা- জাকারিয়া হোসাইন লিটন

82
0

থাকতে পারি না তোমাকে ছাড়া
তোমার জন্য এই হৃদয়ে শূন্যতা। 
এই মন আজ তোমার জন্য কাঁদে
ভাবছো তুমি আছি সুখে?
যেদিন আমায় বুঝবে
অবেলায় আমাকে তুমি খুঁজবে।
অবহেলায় হারিয়ে
খুঁজলেই কি পাবে এই আমাকে?
ডেকে দেখো একবার ফিরে আসবো শতবার!!!
তোমাকে ছাড়ার দুঃসাহস করিনি কখনো
এমন সাহস না হয় যেন কখনো!!
তোমাকে আমি ভালবাসবো 
ডাকলেই বার বার কাছে আসবো।


জাকারিয়া হোসাইন লিটন
sahittorosh.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।