বছর যুগের প্রেম: – আল্ ইমরান

62
0

 

রোজ ম`রে —বৃক্ষ তলে ;
তোমার স্মৃতি স্মরণ !
পা বাড়াতেই বছর পরে —
ঘনিয়ে এলো মরণ।
বাড়ছে বয়স — যুগ পেড়িয়ে দুই ;
গুনতে গুনতে আয়ুকাল ফুরায় !
এই ভেবে জীবন পুড়ে ক্ষয় —
তোমার দেখা পেলাম কই ?
গেলো বছর ;
অস্পষ্ট এক মৃতের কঙ্কাল ;
জলদস্যু হতাশ—
বেধেছি যেন চিরকাল
আমরাই গড়ে তুলি মৃতের মহাকাল ?
বিলুপ্ত সভ্যতায়:
ক্লান্ত হৃদয়—অবসান ঘটিয়ে ;
তোমার মনের কোঠায়— বিচ্ছেদ ;
যেন প্রে`ম হারায় !
                       আল্ ইমরান !
sahittorosh.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।