এই না হলে জীবনানন্দ দাশ!

64
0

সেনেট হলের বিখ্যাত কবি সম্মেলন। সম্মান, খ্যাতি ও প্রশংসা কিছুতেই কিছু যায় আসে না কবির। যথারীতি বই না নিয়ে কবিতা পড়তে চলে এলেন। কবিতাও মুখস্থ নেই। ভাগ্যিস দিলীপকুমার গুপ্ত আগেই কিছুটা আন্দাজ করেছিলেন। তাই এত কবি থাকতে, সঙ্গে করে শুধুমাত্র জীবনানন্দের কিছু বই নিয়ে এসেছিলেন।কবি একটা করে কবিতা পড়েন আর দিলীপবাবু একটি করে বই কবির হাতে তুলে দেন। সবাইকে মন্ত্রমুগ্ধ করে নির্ধারিত সময়ে কবিতা পড়ে কবি স্টেজ থেকে নেমে বাড়ি ফিরে গেলেন।এই না হলে জীবনানন্দ দাশ!

লেখাঃ গৌতম মিত্র
sahittorosh.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।