সে আমাকে বলেছিলো,
যে ভালোবাসতে জানে তাকে ভালোবাসো ।
আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি ভালোবাসতে জানো?
সে বললো আমি ভালোবাসতে জানি না!
কিন্তু আমি ভালো অভিনয় জানি।মেঘ ময় আকাশ, তারা হিন রাত। সবি জেনো অভিনয়!? কাটে আজ আমার অল্প দিন, কাটে আজ আমার অল্প ছায়া।
নিরবে আসিয়া দিত হাত, রাত পহলেই পেতাম তার খুঁজ।
আমি বলাম,
আমি তো কিছুই বুজতে পারছি না?
সে আমাকে আবার বলে,
যে বুজে সে অল্পতেই বুজে,
আর যে খুজে সে সারাক্ষণ খুজে।
যখন হতো খুজে পায় তখন হতো সে কোনো কিছু বেরা জালে।
আমি তো কিছুই বুজতে পারছি না?
সে আমাকে আবার বলে,
যে বুজে সে অল্পতেই বুজে,
আর যে খুজে সে সারাক্ষণ খুজে।
যখন হতো খুজে পায় তখন হতো সে কোনো কিছু বেরা জালে।
আমি আবারো বললাম তুমি আমাকে কি বুজাতে চাচ্ছো?
সে বললো,
কথা আছে আরো, যদি দেখা হয় কোনো একবার।
সে বললো,
কথা আছে আরো, যদি দেখা হয় কোনো একবার।
তুহিন আফ্রিদি
sahittorosh.com
খুবই সুন্দর হয়েছে। একদম ঠিক কথা বলেছেন
ধন্যবাদ