সুহাসিনী

53
0

হাসো তুৃমি সুহাসিনী
হাসিতে তোমার মায়ার ঝলক!
মাতিয়ে রাখে এ ধরণী।

রুক্ষ চুলে বেধো –
বেলীফুলে গাঁথা রঙ্গিন বেনী।

কি তোমার চোখের চাহনি আহা!
অষ্টপ্রহর শেষ হলো হায়
একি মোহ তোমার
চক্ষু আমার জুড়ায়ে যায়।

রূপে তুমি মায়াবীনি
গুণে তুমি সেরা রমনী।

সবার আাড়ালে উদাসীনি!
ছদ্মবেশী হাসিতে করেছো আাড়াল
অশ্রুভেজা চোখের চাহনি।
তুমি যে সুহাসিনী।

তোমার কদর বুঝবে যে
ধন্য হবে ; হবেই সে।

sahittorosh.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।