শুধু চেয়ে ছিলাম একটু ভালোবাসো

76
0

শুধু চেয়ে ছিলাম একটু ভালোবাসো।

আমি শুধু চেয়ে ছিলাম সে যেন আমাকে একটু ভালোবাসে,
আফসুস- কোই, আমিই তো শুধু ভালোবেসে গেলাম।

পদে পদে লান্ঞ্চনা, অবহেলার বারূদি দহনে ঝলসে গেলাম- কেবল আমিই তো শুধু ভালোবেসে হারলাম।

বেশি কিছু তো চাইনি আমি, চেয়ে ছিলাম তোমার মন আর একটু যত্ন- একটু ভালোবাসা!

তাতেই তোমার এতটা বন্ঞ্চনা?

চেয়ে ছিলাম একটু খোঁজ নাও,
চাঁদ ফোঁটা রাতের সন্ধান দাও,
বকুল গাঁথা মালা দাও,
আমার কবিতার প্রেম হও,
আমার দুঃখ পুড়িবার প্রদীপ হও,
আর শুধু একটু ভালোবাসো, একটু ভালোবাসা দাও।

তোমাকে হারাবার রেদনে এখনো ফুসফুস চেপে আসে,
দমবন্ধ মৃত্যুর স্বাদ জাগে-
কিন্তু কোই তুমি?
তুমি তো আগের মতোই আছো আমাকে ছাড়া নিজ খেয়ালে, তবে কেন শুধু শুধুই ভালোবাসার নামে মন ভেঙেছো বারে বারে;
মন ভাঙা জ্বরে ক্রমন্নয়ে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করেছো-
আজ কেবল ছাঁইয়ের মতো উড়ে বেড়াই বেলা অবেলায়/হেলায় অবহেলায়।

আজ বরাবর নিপিড়িত মনের হঠাৎ সচ্চার মেঘ সমদ্রের গর্জন ভয়ে থেমে গেলে?

আমি তোমাকে ভালোবেসেছি, বিনিময়ে শুধু তো একটু ভালোবাসাই চেয়েছি;
কোই, আমিই তো শুধু ভালোবেসে গেলাম-
ভেঙেচুরে চূর্ণবিচূর্ণ জ্বরে জ্বলে পুড়ে মরলাম।
কোই, কেবল তো শুধু আমিই ভালোবাসলাম।

sahittorosh.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।