শান্তি ফিরা

69
0

অনেক হলো এবার, উঠনের বেড়া
ভেঙ্গে চল- চল- ঘরে ফিরে যাই;
আর আমজনতার মাঝে সুখ- দুঃখ
ভাগাভাগি করে নেয়- দেখলেই
তো একাকীত্ব ঘরে আনন্দ নেই;
শুধু স্বার্থপরতার নীলাখেলা, কতটাই
বা সংসার ঘর উন্নত করলে, আলো
নেই- পান্তা খেতে লবণ ফুরায়; কত
অপবাদ মাথায় নিলে, কি লাভ হলো?
এবার চল আমজনতার অধিকার ফিরায়
একটু আনন্দে খেলা করুক- এটাই তো
কয়তোর কয়তোরানির শান্তি ফিরা।

০২ কার্তিক ১৪২৯, ১৮ অক্টোবর ’২২

sahittorosh.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।