যান্ত্রিক শহরে [মাঈদ আহম্মেদ]

73
0

মাঈদ আহমেদ


এই যান্ত্রিক শহরেযে শুধু

যন্ত্রের গাদাগাদি,
নিয়মের রশিতে বাঁধা আমার
হাত-পা-দেহ কষি।
আম্মা বলেন পড়তে বস,
আব্বা বলেন অঙ্ক কষ,
স্যার যে আমার বেজায় রাগী
করে শুধু বকাবকি।

আমি ওই প্রজাপতির পিছু ছুটে
হারিয়ে যেতে চাই গহীন বনে,
যেথায় কোন যন্ত্র নেই, নেই যান্ত্রিক নিয়ম
যেথায় পাখিরা করে গান
পাব প্রানের সন্ধান।
সেথায় চাঁদ সূর্য আর ফুলের মতো
আমি ফুটবো সকাল-সন্ধ্যে,
জোনাক পোকার আলোয় বসে
কাব্য লিখবো রাত্রে।



মাঈদ আহম্মেদ
sahittorosh.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।