মহারাণী

84
0

রাজ্যের সিংহাসনের রাণী : যেন তোমার তরে
কেহ মুগ্ধ না হয় ; আমি, তুমি, যেন আমারও পরে
এই ভূখণ্ডে ; আমার এত কাছে
মানুষ ছাড়িয়ে গেলে হারিয়ে — না খুঁজিলে ।
অপেক্ষার প্রহর ফুরায় না ; যেন স্বপ্নে,
আছো চোখের সামনে, যে সব স্মৃতি ছাড়িয়ে !
পাখিরা নীড়ে ফিরে ;
কতশত চুক্তি হীন বাঁধনে, হারালে তুমি —
অসীমের এই শহরে ;
বিচলিত এক কণ্ঠে খুঁজে ফিরি আমি —
জীবনের গতিপথ ভুলে ;
হারিয়ে যাবো, যেন আলোর ভিড়ে ও অস্তগামী ।
বাস্তবে তুমি যেন মুখশ্রীত এক পরী
আমার তরে তুমি, যেন আমার`ই মহারাণী !
সূর্যের কিরণে যেন তুমি ঢের রূপবতী ;
আমি তোমার রূপে মুগ্ধ হয়েছিলাম বলে,
দ্বিতীয় কোন রূপ খুঁজিনি ; এই বাংলায় —
আবারও মুগ্ধ হবো বলে !
সাধ্য নাই ভুলিবার, বাধ্য যদি করি থাকিবার
থাকিবে কি শুধু`ই হয়ে আমার ?

sahittorosh.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।