সময়ের গায়ে,ব্যর্থতার চিহ্ন এঁকে গেলে-
নিঃশ্বাসের বাতাসে,গন্ধ ছুঁয়ে যায় বার বার;
সংসার ধর্মে, নতুনত্ব ব্যর্থতার সৃষ্টি পায়।
যার আকার আকৃতি বড়ই কষ্টদায়ক!
বুঝার কোন প্রণয়ের রঙধনু নেই- শুধু
হাহাকার খেলার নীল- মাঠ আর মাঠ;
সময় তার নিয়মে চলছে আকাশ ছুঁয়া
চাঁদ তারা ঝলসানো পূর্ণিমার সুখ চিহ্ন,
যত কোলাহল থেমে যায়- শেষ বিকালে
সন্ধ্যায়- সমাধির সবুজ ঘাসে, ব্যর্থতা।
০১ কার্তিক ১৪২৯, ১৭ অক্টোবর ’২২
sahittorosh.com