পুতুল কখনো ভাঙ্গলে তা
যেমন আর আগের মত হয়ে ওঠেনা।
ভাঙ্গা পুতুল মাটি দিয়ে জোরা লাগালেই
তা আর কখন আগের মতো পুতুল হয়ে ওঠেনা।
ভাঙ্গা পুতুল পুতুলই রয়ে যায়।
মানুষের মনে আঘাত করার থেকে,
দূরে সরিয়ে দেওয়া অনেক ভালো।
বলতে না পারলে দূরে সরিয়ে দেখ
একদিন ও দেখা দিব না।
সহ্য করতে পারিনা বলে,
আজ সহ্য করা শিখছি।
মানুষের মন পুতুল থেকে
কোন অংশেই কম নয়।
পুতুল ভাঙ্গিয়া তা জোরা লাগানোর
কথা ভাবা,
আর হাসি মুখে চলে আসার
থেকে কোন অংশেই কম নয়।
মনটা ভাঙ্গলে শুধু দেখা যায় না,
আর পুতুল ভাঙ্গলে তা শুধু দেখা যায়।
sahittorosh.com