নীলা

137
0

নীল আকাশের নিচে আমি
বাঁধছি নতুন ঘর। 
কে জানে তা থাকবে কদিন
আসলে অনেক ঝড়। 


তোমায় নিয়ে দেবো আমি 
অচিনপুরে পারি,
থাকবো সেথা দুজন মিলে
রবেনা আর আড়ি।

তোমায় নিয়ে ঘুরবো আমি 
পৃথিবীটা জুড়ে, 
দেখব শত নতুন কিছু 
তোমারি হাত ধরে। 

তোমায় নিয়ে শত আশা
মনের মাঝে ঘুরে,
নীল আকাশের রঙিন ঘুড়ি
ছুটছে তোমার পথে। 

কত স্বপ্ন রয়েছে মনে
দেখছি আমি রোজ, 
তোমায় নিয়ে থাকব আমি
মনের মাঝে রোজ। 

লেখাঃ আব্দুল আল আজীম
sahittorosh.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।