“নতুনত্বের সন্ধান”
নতুনত্বের সন্ধানে বেড়িয়ে আজ দুজনে,
কতই না দূরে সরে গেছি।
হয়ে গেছি দুজন দুজনের অচেনা,
নতুন কিছু পাবার নেশায়,
কেনই যে তখন পাগল ছিলাম।
আমি আজ পেয়েছি নতুনত্বের সন্ধান,
সবকিছুই আজ আমার নতুন
কিন্তু আজ সবকিছু নতুন হওয়া সত্ত্বেও
কেনই বা খুঁজছি সেই পুরাতনকে
সম্ভব হবে কি না?
কিন্তু আমি আজ ফিরে যেতে চাই,
সেই পুরাতন আমিতে,
ফিরে পেতে চাই সেই
পুরাতনকে নতুনত্বের সাজে।
জানি না তো আর কখনোও
আমি জানি,তোমার আর আমার
মাঝে আজ বিশাল ব্যবধান,
আজ দুজনের নতুন করে পথ চলা,
নতুন করে পাওয়া জীবন।
মাঝে আজ বিশাল ব্যবধান,
আজ দুজনের নতুন করে পথ চলা,
নতুন করে পাওয়া জীবন।
আমি এক নির্বোধ প্রেমিক,
পুরাতনকে জড়িয়ে ধরে
নতুনত্বের সাথে নিজেকে
এগিয়ে নিচ্ছি মৃত্যুর- কাছে,
আজ আমি বলতে পারছি না,
পুরাতনকে জড়িয়ে ধরে
নতুনত্বের সাথে নিজেকে
এগিয়ে নিচ্ছি মৃত্যুর- কাছে,
আজ আমি বলতে পারছি না,
আমাকে নিয়ে চল- পুরাতন আমিতে
এখনোও আমি ডুবে আছি সেই স্মৃতিতে।
আমি আজ ব্যর্থ, আমি আজ
হেরে গেছি আমার- ভালোবাসার কাছে,
নতুনত্বের সন্ধানে আমি আজ হার
মেনেছি আমার -জীবনের কাছে।
হেরে গেছি আমার- ভালোবাসার কাছে,
নতুনত্বের সন্ধানে আমি আজ হার
মেনেছি আমার -জীবনের কাছে।
তৃপ্ত জোসেফ
sahittorosh.com
অনেক সুন্দর হয়েছে