তুমি স্বপ্ন
তুমি সাধনা!
তোমায় নিয়ে যত যাতনা
দূরে আছি
দূরেই থাকি
দূর থেকেই তোমাকে ভালবাসি।
তুমি আশা,
তুমি প্রেরণা,
তোমার নেশায়
আমি দেওয়ানা।
তোমায় নিয়ে যত যাতনা
দূরে আছি
দূরেই থাকি
দূর থেকেই তোমাকে ভালবাসি।
তুমি আশা,
তুমি প্রেরণা,
তোমার নেশায়
আমি দেওয়ানা।
লেখাঃ সানজানা
sahittorosh.com