তুর পাহাড়ে নুর পড়েছে নুরে ঝলমল মুসার গায়!
পাহাড় পুড়ে সুরমা হলো মুসা পুড়ে হয়নি ছাই! খোদার নুরের তাজ্জনিতে পাহাড় পুরে সুরমা হয় !
খোদার দ্বীদার করতে মুসা তুর পাহাড়ে ছুটে যায়!
খোদার প্রেমের কারিশমা হাসে মুসার লাঠির মাঝে!
পাথর ফেটে ঝর্না হতো লাঠির আঘাতে!
দ্বীনের সকল কাজে আল্লাহর আদেশে!
লাঠির কাছে অপশক্তি টিকতে নাহি পায়!
তারিখ-১৫/১০/২০২২
মোঃ তবিবুর রহমান হৃদয়
sahittorosh.com