কথা বললে মায়া বেড়ে যায়,
তাই কথা বন্ধ করে দিলাম।
তাকে দেখলে মায়া বেড়ে যায়,
তাই মুখ ফিরিয়ে নিলাম।
তাই কথা বন্ধ করে দিলাম।
তাকে দেখলে মায়া বেড়ে যায়,
তাই মুখ ফিরিয়ে নিলাম।
দিনের পর দিন, দিনের সাথে রাত
তার ভালোবাসা করেছি আবাদ।
অতি শখে তার নেশা পান করে
এখন আমি প্রচন্ড নেশাগ্রস্থ!
তাকে এড়িয়ে চলতে গিয়ে
হৃদপিণ্ড আর রক্ত পাম্প করেনা
দেহ আর সঠিকভাবে চলেনা
শ্লথের মতো স্থির হয়ে রয়।
আখিরুল ইল্লিন
sahittorosh.com