জীবন নদী

46
0

জীবন নদী
বখতিয়ার উদ্দিন

কোন এক দিন যাবে বহু দিন হয়ে
হয়তো অাগে বা পরে কাল নদী বয়ে।
ভাবতে ভাবতে কত কাল কেটে যাবে
অতীতের কত কিছু স্মৃতি হয়ে রবে।
কেটে যাবে হাজার যে বেলা মনে মনে
হরণ করে হৃদয় দেখে রবে ক্ষণে,
পহর হারাবে মন আঁধার না রবে।
কেটে যায় সারাক্ষণ একা একা তবে।
মন যে অস্থির হবে দেখ সব খানে
সুখ চেয়ে কষ্ট খানি থেকে যায় মনে।
ক্ষুদ্র জীবনে অনেক ঘটনা যে ঘটে
সব তো স্মৃতি নয় যে – স্মৃতি হয় বটে।
স্মৃতিখানি বহুকাল কত যে হারায়
পিতা-মাতা মারা গেলে ভুলা আর যায়?
এই রকম আপন যে চলে যায় নদে
একা একা কেটে যায় মরা মনে ফাঁদে।
কালখানি বাসি হয় হাসি দিয়ে মনে
কোন দিকে কি যে হয় সময় যে জানে।

sahittorosh.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।