কীভাবে বলব ভালোবাসি [আখিরুল ইল্লিন]

50
0


এক মহাকাশ পরিমাণ
তোমায় ভালোবেসে
যখন তোমার কাছে এসে,
বসে তোমার পাশে


ভালোবাসি তোমায় বলতে চেয়েছি,
ঠিক তখনই অপ্রস্তুত আমি ভীষণ
কষ্টদায়ক একটা কথা শুনতে পেয়েছি।


বলেছ তুমি আমায়
ভালবাসবে যে তোমায়
এমন কাউকে খুঁজে দিতে,
তোমার এই কথাটা আমি
পারছিলামনা কোনভাবেই মেনে নিতে।


তোমার মনে অন্য কেউ থাকবে
তুমি তাকে যত্নে আগলে রাখবে।
সেটা যখন দেখবে আমার দু’চোখ
মন কি সহ্য করতে পারবে সেই শোক?


আমার মন তোমাকে ছাড়া
যাবে হয়তো মারা।
হয়তো জীবিত থাকবে শুধু
আমার দেহের কঙ্কাল
পূর্ণতাহীন শূণ্যভাবে হয়তো
কাটবে আমার দিনকাল।


কিন্তু আমি যেদিকেই তাকাই
আমার শুধু তোমাকে চাই।
সেটা তোমায় বলব কীভাবে
তুমিকি আমায় শিখিয়ে দেবে সেভাবে?


তুমি আমায় বাসবে কি ভালো
আমার জীবটা করবে কি আলো?


আখিরুল ইল্লিন 

sahittorosh.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।