এলোমেলো

30
0

আমার শব্দ ভাষা
সাদা লোমের সাথে ঝরে যাচ্ছে;
দৃষ্টির যুগান্তর যেনো
বৃন্ধ চমড়ার মতো ঝুলে পরছে!
খুঁজে না আর কেউ!
কবরের স্তম্ভ যশ খাতিরের গন্ধ
ঘাসফড়িংএর কষ্ট নাচ;
শব্দ ভাষা বাহিরে হয়ে যাচ্ছে অন্ধ
কোন সীমানা পাচ্ছি না-
ঠোঁট মাখা রঙ সবাই এলোমেলো।

০৮ কার্তিক ১৪২৯, ২৪ অক্টোবর ’২২

sahittorosh.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।