একুশ বসন্ত পেরিয়ে

47
0


কেন এলাম?
কেন বা চলে যাবো?
আজও তা জানা হলো না।
জন্মেছি তো মানুষ হয়ে,
জন্মই বা হলো কেন?

এলাম কেনবা পৃথিবীতে!
জানা  হয়নি আজও তা 
জানবোই বা কবে,

একুশ  বসন্ত পেরিয়ে
জীবনের এক প্রান্তরে  দাঁড়িয়ে
দেখেছি আমি পৃথিবী টাকে, তাই
নিজের কাছে নিজেই প্রশ্ন করি
হয়েছে কী তবে ভুলজন্ম?

আর যদি হতো ভুল জন্মই 
তবে বা মানুষ হলাম কেন?
শিয়াল কুকুর তো হতে পারতাম,
খারাপ হোতো হয়তো নাকো

পশু হয়ে যদি জন্ম নিতাম
তাহলে দেখতে হতো নাকো
মানুষ রুপের পশু গুলো

একুশ  বসন্ত পেরিয়ে 
দেখলাম কত কিছু
জীবনের জোয়ার ভাটা,আসে যায়। 
বিষন্নতার কালো মেঘে 
ডানা মেলেছি আমি। 
স্বপ্নে আনন্দের ভসছি আমি
বনে জঙ্গলে বেড়াচ্ছি। 
চাওয়া পাওয়ার হিসেবের ঝুলি
বেদনা দিয়ে করেছি ভরপুর। 

আর স্বপ্ন দেখার রাত্রিগুলো 
করেছি আমি নিঃশ্বাস 
তবুও হইনি আশাহত,আমি 
দেখবো বলে জীবনের
রাঙ্গানোর প্রভাতের নব 
দিগন্তের সূর্য। 

লেখাঃ আবদুল আল আজিম
sahittorosh.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।