একতরফা (তামান্না পারভিন)

133
0

একতরফা প্রেম চেনা পথ জুড়ে
অভিমান নীরবে চক্রবৃদ্ধি হারে বাড়ে।
মনের  কথা হলোনা তবু বলা
আমার না হয় একলাই পথচলা।
মাঝরাতে ঘুমভাঙা বুকে ব্যথা।
জাবর কাটি স্মৃতি , তার সব কথা ।
ছল্ ছল্ চোখে বিদায় জানায়
তবু সে মনের কথা বুঝতে চায় না হায় !

sahittorosh.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।