হৃদয়ের ক্যানভাসে –
ভালোভাসার রং ছড়ায় তুলির আচর
নাই বা হলো তা কখনো দৃষ্টিগোচর।
চাহনির মাদকার হৃদয়ে ঝড়
নিরবে তুমি এসো আমার শহর।
তোলপাড় ঝড় ওঠে যখন বুকের ভিতর
দ্বিধাহীন হয়ে এসো তুমি আমার শহর।
দিনটি যদি হয় বর্ষন মূখর
তোমার শহরে –
ব্যস্ততা যদি তোমায় না দেয় অবসর
একাকী যদি না কাটে তোমার প্রহর
ক্ষণিকের জন্য ঘুরে যেও আমার শহর।
ব্যাকুলতা ঘিরে থাকা মনে উদাস স্বপ্ন জাল বুনে
প্রতিক্ষার দহনে দ্বগ্ধ হৃদয়ে প্রশান্তি বয়ে আনে।
sahittorosh.com