অমরত্ব

45
0
  আমি অমর হতে চাই,
থাকিতে চাই প্রলয়নের শেষ পর্যন্ত
     মরতে চাইনা বুড়ো বয়সে, 
          হয়ে অনেক ক্লান্ত।

 অমরত্বের পানি পাবো কোথায়
      বলতে পারবে কি কেউ,
        যা চাইবে তাই দিবো
        আকাশ সমান ঢেউ।

     হিরা মুক্তা কিচ্ছু চাইনা
     অমর হয়ে বাঁচতে চাই,
 ক্ষনিকের এই দুনিয়া ছেড়ে
অমরত্বের দুনিয়ায় যেতে চাই।

    কি মূল্য দিয়ে পাবো আমি,
       কেউ কি আছে বলার
        কে আমার সঙ্গী হবে,
        অমরত্বের পথ চলার।

  চলতে চলতে পেয়ে যাই যদি
      অমরত্বের চলার সঙ্গী,
  মেনে নিবো সমস্যা নাই কোন
        যদিও হয় ফিরিঙ্গি।

  সাদা, কালো কিসের বিবাদ
        অমরত্ব পেলেই হয়,
 সাড়ে তিন হাত জায়গা হলেই
        অমরত্বের জয় হয়।

লেখাঃ ফারুক আহমেদ
sahittorosh.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।