Share

চলে গেলেন ‘তিন গোয়েন্দা’-র স্রষ্টা রকিব হাসান: বাংলা কিশোর সাহিত্যের এক যুগের অবসান

বাংলা সাহিত্যের ইতিহাসে কিশোর উপন্যাসের বিশেষ স্থান রয়েছে। সেই পথচলায় ‘তিন গোয়েন্দা’ যেন এক আলোকিত অধ্যায়। আজ আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, এই অমর সৃষ্টি রচয়িতা রকিব হাসান আমাদের ছেড়ে চলে গেছেন।

রকিব হাসান। ছবি: সংগৃহীত

রকিব হাসান কেবল একজন লেখক ছিলেন না; তিনি কিশোরদের মনোজগতে রহস্য, উত্তেজনা এবং কল্পনার এক অসাধারণ জগৎ উপহার দিয়েছেন। তাঁর লেখা ‘তিন গোয়েন্দা’ কিশোর সাহিত্যকে নতুন মাত্রা দিয়েছে। গোয়েন্দা কাহিনীর মাধ্যমে পাঠকের মধ্যে সমস্যা সমাধানের ক্ষমতা, বুদ্ধিমত্তা, সাহস এবং বন্ধুত্বের মূল্যবোধ তুলে ধরেছেন তিনি।

রকিব হাসানের সাহিত্যকর্ম শুধু গল্পের সীমায় সীমাবদ্ধ নয়; এটি বহু প্রজন্মের পাঠকের শৈশবের অংশ হয়ে গেছে। ‘তিন গোয়েন্দা’ কাহিনীগুলো আজও কিশোরদের মধ্যে কৌতূহল ও পড়ার প্রতি আগ্রহ জাগিয়ে রাখে। তার রচনার মাধ্যমে বাংলা সাহিত্যে কিশোর গল্পের একটি স্বতন্ত্র পরিচয় স্থাপন হয়েছিল।

সাহিত্য রস পরিবার রকিব হাসানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। আমরা তার সৃষ্টিগুলোকে স্মরণ রেখে নতুন প্রজন্মের কাছে এগুলো পৌঁছে দিতে চেষ্টা চালিয়ে যাব। রকিব হাসান আমাদের মনে থাকবেন তাঁর সাহিত্যকর্মের মাধ্যমে, আর ‘তিন গোয়েন্দা’ চিরকাল কিশোর সাহিত্যপ্রেমীদের হৃদয়ে বেঁচে থাকবে।

রকিব হাসানকে শ্রদ্ধার সঙ্গে বিদায়।

লিখেছেনঃ সাহিত্য রস