শুধু মাথা ভর্তি অনিশ্চয়তা না থাকলে পরিবেশটা সুন্দর


শুধু মাথা ভর্তি অনিশ্চয়তা না থাকলে পরিবেশটা সুন্দর

০২ আগস্ট ২০২৫, শনিবার

মাথা ভর্তি অনিশ্চয়তা, জানালার ফাঁক দিয়ে ভেসে আসা বৃষ্টির সুঘ্রাণ, আকষ্মিক বিদ্যুতের ঝলকানি, লাইটের মৃদু আলো, সব মিলে পরিবেশটা অনেকটাই ভালো। শুধু মাথা ভর্তি অনিশ্চয়তা না থাকলে পরিবেশটা সুন্দর মতো উপভোগ করা যেত। মাত্র চা শেষ করেছি, ওমনি মুষলধারে বৃষ্টি। বৃষ্টিতে আরেককাপ চা হলে ভালো হতো, কিন্তু আবার চা বানাতে উঠতে ইচ্ছে  হচ্ছেনা। সেই যে বই পড়া বন্ধ করেছি, তারপর অনবকবার শুরু করতে চেয়েছি অনেকবার আর শুরুই করতে পারছিনা, শুরু করতে গেলেই HSC পরিক্ষার দুঃশ্চিন্তা। যেভাবে বৃষ্টি শুরু হয়েছে মনে হচ্ছে ৩০/৪০ মিনিট এমনই থাকবে। দেখা যাক কি হয়। আমি পড়াশোনার চেষ্টা করতে থাকি।

আখিরুল ইল্লিন
সখিপুর টাঙ্গাইল


“শুধু মাথা ভর্তি অনিশ্চয়তা না থাকলে পরিবেশটা সুন্দর” এ একটি মন্তব্য

  1. […] অনেকেই চাই ডায়েরি বা দিনলিপি লেখা শুরু করতে। অনেকে হয়তো শুরুও করি, […]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও দেখুন। আপনার ভালো লাগতে পারে।