স্বর্ণালী সন্ধ্যা | মশিউর রহমান


স্বর্ণালী সন্ধ্যা | মশিউর রহমান

আমি বললাম, আজকে সন্ধ্যাটা দেখেছেন ?
সে বললো,’ হ্যা’। কেন?
আমি বললাম, আজকের সন্ধ্যাটা ঠিক আপনার মতো।
সে একটু অবাক হয়েই বললো,’ কী করে?’
আমি বললাম,এমন সন্ধ্যা কী সব সময় দেখতে পান ?
সে বললো,’ না, কিন্তু এর সাথে আমার কী সম্পর্ক?’
আমি বললাম, আকাশ যেমন অনেক অপেক্ষার পর
অঝোরে অশ্রু ঝরিয়ে এমন সন্ধ্যার দেখা পায় ।
ঠিক তেমনি আপনার জন্যও যখন আমার হৃদয়ে
অশ্রু ক্ষরণ হয়, তখনি আমি আপনার দেখা পাই ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও দেখুন। আপনার ভালো লাগতে পারে।