চিরন্তন সুখ | আওয়ান আফাফ


চিরন্তন সুখ | আওয়ান আফাফ

তুমি এসেছিলে ফের চলেও গেলে
পৃথিবীর সমস্ত অপেক্ষা আক্ষেপ ঢেলে,
পশ্চাৎ আমৃত্যু ক্ষুধা নিয়ে কিছু যন্ত্রণা এসেছে
আমি ঋণী হয়ে নিজেকে দিয়ে নিয়ে নিলাম!
সেই থেকে আমি তোমায় রেখে দিলাম৷


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও দেখুন। আপনার ভালো লাগতে পারে।