চিঠি | ছায়া লেখক


চিঠি | ছায়া লেখক

আমরা বড়ই অকৃতজ্ঞ নয় কি?
“এক টুকরো রুটি এবং সামান্য ভালোবাসা পেয়ে, একটি ইতর প্রাণী (কুকুর) ও তো তার মুনিবের প্রতি চির-কৃতজ্ঞ থাকে!
আর আমরা মানুষ আমাদের মুনিবের (আল্লাহ) থাইকা এত্ত কিছু পাওয়ার পরেও কি তাঁর প্রতি সামান্য কৃতজ্ঞতা জানাই?


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও দেখুন। আপনার ভালো লাগতে পারে।