আক্ষেপ | আওয়ান আফাফ


আক্ষেপ | আওয়ান আফাফ

জীবনের ধারাপাতে মেঘের মতো শুভ্র একটা মানুষ থাকা চাই
মেঘের যেমন দুঃখ ভারি হলে, ঝেড়ে ফেলে হয়ে উঠে চকচকে প্রফুল্ল,
ঝিমধরা প্রভাত, কাঠফাটা রোদসহ, অভিমানী বিকেলেও
অপরাধী বনে লজ্জায় দৌড়ে পালাবে,
যার আগমনে জীবন হবে প্রাণবন্ত৷

এমন একটা মানুষ সবার থাকুক,যার হৃদয়ের শুদ্ধতা দেখে প্রকৃতিও ঈর্ষা করবে
হৃদয়ের কুসুমবাগে যে চাষাবাদ করবে পবিত্র প্রণয়,
যাকে নিয়ে নির্দ্বিধায় পারি দেওয়া যাবে রমনীয় জোৎস্না ভাসা আকাশ
যার জন্য তোলা থাকবে মনের মহোন জুড়ে প্রেমের ইশতিহার৷

হতাশার কালোমেঘে ছেয়ে গেলে, যে শেখাবে সবরের শুভ্রতা দেখাবে আলোর পথ
বুকপাজরে আগলে নিয়ে, যে অভ্যন্তরের সকল দুঃখের ভাগ নিতে দ্বিমত করবে না,
পুরো জীবন জুড়ে যে থাকবে একান্ত ব্যক্তিগত এক নক্ষত্র
বিচ্ছেদের এই দুনিয়ায় আত্নপ্রসাদের সকলের প্রয়োজন
তাই আমি চাই এমন একটা মানুষ সবার হোক, সবার হোক এমন একটা মানুষ৷


“আক্ষেপ | আওয়ান আফাফ” তে 2 টি মতামত

  1. আখিরুল ইল্লিন এভাটার
    আখিরুল ইল্লিন সাহিত্য ক্লাব সদস্য

    ভালো লিখেছেন।

    1. আওয়ান আফাফ এভাটার
      আওয়ান আফাফ

      আন্তরিক ধন্যবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও দেখুন। আপনার ভালো লাগতে পারে।