আতঙ্কিত প্রেম – আখিরুল ইল্লিন এবং ফাতিমা মেহরিন স্বপ্নসিঁড়ি

118
1

এই যে রাতের পাখি!
বলো আমার মনের আঁখি
কোথায় যে আমি থাকি! 


তুমি থাকো আমার মনে,
এটা তোমায় জানানো বাকি।
জানি আমি জানি 
তাই তো মনে গেঁথে রাখি! 

সুযোগ পেলেই তোমায় আমি 
লুকিয়ে লুকিয়ে দেখি।
লুকিয়ে দেখার কি যে মজা 
যায় না তো সহজে বোঝা
বুঝেছি আমি সেই মজা
তাইতো আর অন্য কিছু,
আমার দ্বারা হয়না খোঁজা। 

যে জানে আমি তার
তারে খুঁজি বারে বার!
ভালোবাসি তোমায় আমি 
একথা বলছি আমি আবার! 
তুমি বলো আমিও বলি 
চলো তবে একসাথে চলি!

বলেছিতো আমি ভালোবাসি 
বলে দাও তুমিও তা, 
চলো এবার কাছে আসি। 
বাজাও তুমি বাঁশি 
তাই তো ছুটে আসি!

এসেই যখন পড়েছ,
ভালোবাসি বলেছো
তবে চল হাতে হাত রেখে চলি,
ছাড়বনা হাত কখনো আমি
যদি জীবনও দিতে হয় বলি। 

আর তো ছন্দ পারি না!
তুমিই তো ছন্দ, 
তোমার আর ছন্দের কি প্রয়োজন?
আমি যদি হই ছন্দ 
তুমি কি হবে বকুল ফুলের গন্ধ?
তোমার প্রস্তাবটা
নয় কিন্তু মন্দ! 

চলো তবে বানাই ছন্দ
কবে হবে আমাদের 
এই ছন্দ বানানো বন্ধ?
হয়তো সহস্র বছর পরে
যেদিন নক্ষত্রেরা মরে! 

এই সহস্র বছর কাটিয়ে দেব
তোমার জন্য লড়াই করে। 
কিসের লড়াই?
প্রথম তোমাকে পাওয়ার লড়াই
তারপর তোমাকে রক্ষার লড়াই
যা নিয়ে তুমি, আজীবন করবে বড়াই। 

করবো বড়াই আমি 
তুমি যে ছন্দের থেকেও দামি।
তোমার দামেই তো হয়েছি দামি,
তুমি তো আমার অন্তর্যামী। 

যদি বলো তাই
এসো গান গাই
গান গাইতে আমি জানিনা
গান ছাড়া প্রেম হয়না,
সেইটা আমি মানিনা। 

যদি তুমি নাই মানো 
আমায় তবে কাছে টানো!
কাছে টানতেই এতো আয়োজন 
তোমায় বড্ড কাছে প্রয়োজন। 

আছি তো তোমার পাশে
যেমন শিশির ভেজা ঘাসে!
আমি পাইনা তোমায় পাশে
যেমন রুহু থাকেনা লাশে। 

উপমা এত বেশি 
মিষ্টি তোমার হাসি! 
বয়ে যাচ্ছে প্রসংসার বন্যা
আমি জানি তুমি রূপে গুণে অনন্যা।

তুমি যা আমি তাই 
তুমি না থাকলে আমিও যে নাই! 
একারণেই তো 
মৃত্যু অবধি তোমাকেই চাই।

যেখানেই যাই
তোমাকে যে পাই! 
তুমি তো বলো 
‘সবখানে তোমাকে পাই।”
আমি খুঁজে মরি তোমায়
তুমি কোথাও নাই। 

আমি আবারও বলি
শুধু মৃত্যু অবধি নয়,
জন্ম কিংবা মৃত্যু যেখানেই যাই
সবজায়গায় শুধু তোমাকেই চাই।
তুমি ছাড়া  আর কোন
বিকল্প আমার নাই। 
sahittorosh.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

One thought on “আতঙ্কিত প্রেম – আখিরুল ইল্লিন এবং ফাতিমা মেহরিন স্বপ্নসিঁড়ি

  1. সো সো ওয়ান্ডারফুল