প্রলয় | রুদ্র নাগ | কবিতা

551
0
প্রলয় | রুদ্র নাগ |

হায় রে মাতৃভূমি,
আমার ভাইয়ের রক্তে অর্জিত সপ্নের দেশ তুমি।
তোর জন্য হারিয়েছি আমরা মা বাবার আদর,
তোর জন্য ঘোষিত আমরা রাজাকার,আল-বদর।
আমরা যদি রাজাকার হই,তোর কি পরিচয়?
আমাদের মৃত্যুতে উল্লাসিত তুই এইকি তোর বিজয়?

মুর্খের দেশ,অজ্ঞের দেশ,অজ্ঞানের দেশ তুই।
জ্ঞানীর দেশ,সপ্নের দেশ সোনার বাংলা কই।
তোর বক্ষে পা ফেলে আজ অজ্ঞরা নেয় শ্বাস
সারা বিশ্ববাসী দেখবে এবার জয় বাংলার বিনাশ।

প্রলয়
নাম: রুদ্র নাগ
স্কুল : কুমিল্লা জিলা স্কুল

এ নাকি আমাদের স্বাধীন রাষ্ট্র? | হালিমা আক্তার মেঘলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।