এ নাকি আমাদের স্বাধীন রাষ্ট্র?
যেখানে অন্যায় এর বিরুদ্ধে রুখে দাড়ালে ঝড়াতে হয় রক্ত?
যেখানে অধিকার চাইলে পিষে মরতে হয় অন্যায়কারীর যাতাকলে?
যেখানে নিজের দাবি আদায় করতে চাইলে হও তুমি রাজাকার?
যেখানে মেধাবী শিক্ষার্থীদের পেতে হচ্ছে লাঞ্ছনা?
যেখানে দাবি আদায়ে নামতে হচ্ছে আবার রাজপথে?
আমি বাহান্নর আন্দোলন দেখিনি, কোটা আন্দোলন দেখেছি!
আমি বাহান্নর রাজপথ দেখিনি, তবে নিজেদের দাবি আদায়ের জন্য শিক্ষার্থীদের রক্ত ঝড়ানো রাজপথ দেখেছি!
বাহান্নর আন্দোলনে যারা নিপীড়ন করেছিল তাদের তোমরা বলেছিলে দেশের শত্রু, তবে আজ আমার বড় ভাই বোন দের রক্ত যারা জড়ালো তাদের তোমরা কি বলবে? তারা তো তোমরাই, তোমরাই তারা, তবে?
মনে রেখো তাদের মধ্যে একটি স্লোগান সবসময় বাজছে, “দাবি নিয়ে যখন নেমেছি, দাবি আদায় করেই ছাড়ব!”
লেখাঃ হালিমা আক্তার মেঘলা
Bastobota tule dorado jonne onek donnobad
❤️🩹