“আমরা জানি একদিন আমরা মরে যাব
এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।
যদি জানতাম আমাদের মৃত্যু নেই
তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না।”
একটু অদ্ভুত তাইনা?
জন্মদিন আমাদেরকে প্রতিবছর শুধু একটিবার মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আমাদের জীবনে আসে। কিছুটা সুখ এবং কিছুটা সুকের মধ্য দিয়েই আমাদের জীবনটা কেটে যায়। মানুষের মৃত্যু অবধারিত, তবুও কেউ কেউ আমাদের মাঝে বেঁচে থাকেন, বেঁচে থাকবেন।
যার কথা বলার জন্য আজ এতো ভূমিকা সে হলো সাহিত্য রসের কয়েটা ভিত্তিমূলের একটি। শুরু থেকেই যে সাহিত্য রসের পাশে ছিলো, পাশে থাকবে ইনশাআল্লাহ। পাশে থাকা বললে ভুল হবে। সে পাশে থাকেনি বরং এগিয়ে নিয়ে গেছে ‘সাহিত্য রস’- কে। নাম তুহিন আফ্রিদি। নামের মতো তার কাজও তেমনি সুন্দর, সুন্দর তার ব্যক্তিত্বও। অসাধারণ একজন কবিও সে। তার কবিতাগুলো খুবই মানসম্মত।
আপনার জন্মদিনে অনেক অনেক শুভকমনা আপনার জন্য। আমরা আশা করবো, ভবিষ্যতেও আপনি সাহিত্য রসকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন আল্লাহর রহমতে, ইনশাআল্লাহ। তার সাথে শুভকামনা জানাই তুহিন আফ্রিদির ছোট্র বোন ফাতেমার জন্য যার জন্মদিনও আজ। ইনশাআল্লাহ সেও জীবনে ভালো কিছু করবে, মৃত্যুর পরেও বেঁচে থাকার মতো।
sahittorosh.com