কেন এত অভিমান -জাকারিয়া হোসাইন লিটন

128
0
 

অপেক্ষায় ছিলাম আসোনি।
এ মনের ব্যাথা বুঝোনি।
একলা আমি হেটেছি 
তবুও তোমায় মনে করেছি।
বিষন্ন এ মন তোমাকে চায় সারাক্ষন।
থেকো না দূরে ফিরে এসো
আমার এই নীড়ে।
কত কথা বলা বাকী, 
কত পথ চলা বাকী।
কেন এই অবেলায়
তুমি কেন দূরে?
কেন এত অভিমান
কেন এত রাগ।

একলা আমার আর ভালো লাগে না
তোমাকে ছাড়া এ প্রহর কাটে না।
সব কিছু ভুলে,
চলো দুজন হারাই অজানাতে।
কাছে এসে হাত দুটি ধরে
রাঙিয়ে দাও তোমার স্পর্শে। 
sahittorosh.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।