মাটির ঠিকানা

162
0

মাটির ঠিকানা
মোঃ তবিবুর রহমান হৃদয়

একদিন এই দেহ খানা চুকিয়ে দিয়ে লেনাদেনা !!
কদম তলায় নিঝুম নিরালয় হইবে বিছানা!
মাটির মানুষ খুজে পাবে মাটির ঠিকানা !!

পইরা রবে জমিদারি রঙ বেঙের বাড়ি গাড়ি !
এলান হবে বাড়ি বাড়ি আসবে সজন সারি সারি !
সব ছাড়িয়া শূন্য হাতে হইবে রওয়ানা !

মাটির দেহ মাটিই খাবে মাটির সাথে মিশে যাবে !
পাপে ভরা দেহ মাঝে উই পোকাদের বসত হবে !
সেই মাটি থেকে জাগবে যেতে আসল ঠিকানা !

তারিখ-০৬/১২/২০২২

sahittorosh.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।