এই শহরে উদাসীন আমি – আল্ ইমরান

214
1

আমাকে রেখে দাও কবরের লাশের পাশে !
মস্তিষ্ককে সুরক্ষা সেবা দিতে– দুরাশাগ্রস্থ জীবন
কূল-কিনারা হীন প্রচেষ্টা– নিখোঁজ আজীবন 
আমাকে বিলুপ্তি দাও সভ্যতার কাছে
কিংবদন্তিদের মতো তোমাদের নিকট 
আবারও ফিরবো সভ্যতার পরিবেশে 


আমাকে বেচে দাও টাকার কাছে 
ক্ষুদার্থ পাকস্থলী নিয়ে আমি 
তোমাদের রক্ত চুষে নেবো, 
সে-ই লাশের পাশে বসে। 

আমাকে বেচে দিলে তোমাদের এই সভ্যতার যুগে 
কেউ কাউকে খুনি বলার সাহস রাখবে না। 
মরণের বিবর্তন কেড়ে নেয় কবর ; 
আমার বিবর্তন কেড়ে নেয় তোমাদের হিংস্র সভ্যতা।
আল্ ইমরান 
sahittorosh.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

One thought on “এই শহরে উদাসীন আমি – আল্ ইমরান

  1. আপনার লেখাগুলো অনেক সুন্দর, আপনার লেখা অডিওবুক আকারে পাবলিশ করতে পারেন। আমি কাব্যিক অডিওবুক https://kabbik.com/ এই পেজ থেকে অডিওবুক শুনি , বিভিন্ন ধরনের বই অডিও ফর্মে শুনতে পারা যায়। Kabbik প্ল্যাটফর্মটিতে বাংলা অডিওবইয়ের ভালো কালেকশন আছে। আপনারাও শুনে আসতে পারেন, আশা করি ভালো লাগবে।