তুমি যদি থাকো দূরে
আমি হারিয়ে যাবো
কোন এক শহরে।
পাবে না খুঁজে আমায়
কাঁদবে তুমি অঝোরে।
চাইনি তুমি কাঁদো
তাই তো এখনো আছি
তোমারি শহরে।
অভিমানী আমি
হারিয়ে যদি যাই
পারবে কি থাকতে?
পারবে কি রাখতে
নিজেকে গুছিয়ে?
আমি নাহয় থাকবো
কোন এক রাস্তার মুড়ে দাঁড়িয়ে!!!
সেদিন চিনবে কি
বাবড়ি চুলের এই আমাকে?
জাকারিয়া হোসাইন লিটন
sahittorosh.com