মূর্খ নারী [মায়মনা তানহা]

125
1


তুমি নারী,
তুমি তনয়া,
তুমি তো সর্ব মায়ায় পূর্ণ।
তুমি বিদ্রোহী,এক অনন্য
তোমার চাহনি পৃথিবী করে চূর্ণ।

তুমি আত্মজা,
তুমি অনুপম,
তুমি প্রিয় সকলের খুব
সকল কিছুর শ্রেষ্ঠ তুমি
তোমার দুঃখে প্রকৃতিও মানায় শোক।

তুমি সুশ্রী,তুমি নির্মল
তুমি তটিনী,রাগিনী
তুমি বেদুঈন,তুমি কলাবিৎ
তুমি অনন্য দামিনী।


তুমি আকাশের ওই মেঘ,
এক রক্তিম কৃষ্ঞচূরা
তুমি না হলে বাজতো মাইন,
ধ্বংস হতো ধরা।

নারী!
তুমি শ্রেয়
স্রষ্টার বড় প্রিয়
অতুলনীয় তুমি হয়েছো ভুবনে
হয়েছো শ্রদ্ধেয়।

স্রষ্টা তোমায় সালাম দিয়েছে
গড়েছে ভেবে মহান,
তুমি উন্মাদ,তুমি নির্বোধ
তুমি হতে চাও পুরুষের সমান।


সমানে সমান হতে গিয়ে তুমি
সমান হয়েছো বেশ,
নিজের হাতে করেছো তুমি
নিজের শ্রেয়তা শেষ।

সত্যিই!
তুমি মূর্খ,তুমি মন্থর,
তুমি অজ্ঞতার আমেজ।

মায়মনা তানহা

sahittorosh.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

One thought on “মূর্খ নারী [মায়মনা তানহা]

  1. This comment has been removed by a blog administrator.