লাজুক [তানভীর হোসেন]

175
2


বাড়ির পাশের কদমগাছে 
হুতুম পেঁচা ডাকে,
মানুষ যেন ডাকে আমায় 
মানবতার বাঁকে।
মানুষের জন্য মানুষের প্রান,
কে বা তা বুঝে,
মানবিক হয়ে লাভ কি বলো,
কে বা দেখবে খুঁজে?
এসব চিন্তা মাথায় রেখে কেউ করে না
উপকার,
এভাবে চললে গরীবের দেহ হবে
কঙ্কালসার।


তবে কেনো হাত বাড়াবো না
করবো না উপকার,
উপকার করলে কমবে না কারো
বরং বাড়বে সবার।
দৃঢ় চিত্তে, করতে হবে মানুষের
উপকার,
তবেই ধরাতে নামবে শান্তি,
থাকবে না হাহাকার।
তবে আমরা কেনো অন্যের উপকারে
উজাড় করি না বুক,
একটাই কারণ, আমরা বড়ই লাজুক।


তানভীর হোসেন
sahittorosh.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 thoughts on “লাজুক [তানভীর হোসেন]

  1. লাজুক সাহিত্যিক, তানভীর

  2. অনেক সুন্দর ❤️❤️