মিথ্যা সকল পাপের মূল

102
0

মিথ্যা বলা মহাপাপ সকল পাপের মুল ।
মিথ্যা কথা না ছাড়িলে সবই তোমার ভুল ।
মিথ্যা কথা ছাড়ো সরল সঠিক পথ ধরো !
সত্য ছেড়ে মিথ্যা নিয়ে থেকো না ব্যাকুল !

সত্য দেখায় আলোর পথ মিথ্যা অন্ধকার!
সত্যের পথ কাটায় ভরা মিথ্যা পরিষ্কার!
সত্যের জন্য এই দুনিয়া যেন জেল খানা !
মিথ্যার জন্য এই দুনিয়া সুখের বালা খানা !
মিথ্যার পূজায় শয়তান খুশি সিজদায় খুশি
আল্লাহ রাসূল !

সদা সত্য কথা বলো সদা সত্য পথে চলো !
অন্ধকার এ মনের ঘরে সত্যের আলো জ্বালো !
শক্ত হাতে আঁকড়ে ধরো এক আল্লাহর রশি !
সুখে দুঃখে তাকেই ডাকো নিত্য দিবানিশি !
সত্য মুক্ত দেয় মিথ্যা ধব্বংস করে সত্য অসীম সুশীল
সুন্দর ফুল!

মিথ্যার কালো অমানিশায় কলবে ধরে ঘুন।
হিংসায় জ্বলে বিবেক তাহার নফসে চাপে খুন।
সত্য কথা ছাড়া বলোনা মিথ্যা কথা ভালোনা !
মিথ্যার মাঝে করে বিরাজ অশ্লীলতা ছলোনা !
সত্যের পাশে আল্লাহ থাকে তামাম জাহান সৃষ্টিকুল!

তারিখ-১৯/১০/২০২২
মোঃ তবিবুর রহমান হৃদয়

sahittorosh.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।