বিরহ

136
0

আমি বিরহ নিয়ে লিখি আমি বিরহের রঙ মাখি!
আমি বিরহের সাথে করি ফুল সজ্জা বিরহের মালা গাথি!
বিরহ আমার জীবন মরনে বিরহ স্বয়নে স্বপ্নে! বিরহের কাব্য লিখে আমি উল্লাসেতে মাতি!

বিরহ আমার চলার পথে সঙ্গী সারাক্ষণ!
বিরহ আমার মনের নদীতে তীর হারা প্লাবন!
বিরহ আমার জোছনা রাতের রাত জাগা পাখি!
বিরহ আমার আধার রাতে জেগে থাকা আখি!

বিরহ আমার কবিতার পাতায় ঝরে পড়া ছন্দ!
বিরহ আমার দক্ষিণা হাওয়ায় ভেসে আসা ফুলের গন্ধ!
বিরহ আমার শ্রাবন মেঘে ঝড়ঝড় অনাবৃষ্টি !
বিরহ আমার বৈশাখী ঝড়ের বজ্রপাতের সৃ্ষ্টি!

বিরহ আমার গানের কবিতার এই সুদুর পথ পেরিয়ে আসা!
বিরহ আমার স্মৃতির গহিনে ছন্দের অমানিশা!
বিরহ আজ তোমার কারনে ঢাকার শহরে আসা!
বিরহ আজ তোমাকে হৃদয় গহিন থেকে ধন্যবাদ জানানোর নেই ভাষা!

বিরহ তুমি আধার রাতের প্রজ্জলিত অগ্নিশিখা!
বিরহ তুমি জীবন গড়ার মাঝে দিলে নানা শিক্ষা!
বিরহ তুমি করেছো মোর অন্তর মম সুন্দর অমলিন বিকশিত!
করেছো মোরে মহীয়ান উজ্জল করেছো ভবিষ্যত!

তারিখ-১৯/১০/২০২২
মোঃ তবিবুর রহমান হৃদয়

sahittorosh.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।