বর্তমানের আগে

105
0

আমি তখনই ভালো ছিলাম।
আমি তখনই ভালো ছিলাম,
যখন কোন বন্ধু ছিলো না।

আমি তখনই ভালো ছিলাম,
যখন কারো প্রতি আমার
কোন মন খারাপ ছিলোনা।
না কারো আমার প্রতি।

আমি তখনই ভালো ছিলাম
যখন পোশাকে আতর লাগিয়ে
আমি নিয়মিত যথাসময়ে
মসজিদে উপস্থিত থাকতাম।
নজর সর্বদা হেফাজতে রাখতাম।
যখন তাহাজ্জুদও পড়তোনা বাদ।
যখন উঠতাম আমি খুব ভোরে
তারপর নামাজ শেষে, পাখির বেশে
সাদাকালো আকাশে, ভোরের বাতাসে
এই ঘুমের শহরটা আসতাম ঘুরে।

আমি তখনই ভালো ছিলাম
যখন আমি নিজেকে নিয়ে থাকতাম,
নিজেই নিজের ছবি আঁকতাম।
যখন আমি সুন্দর পোশাক
নিজের ভালোলাগার জন্য পড়তাম,
না অন্য কাউকে দেখানোর জন্য।

আমি তখনই ভালো ছিলাম
যখন বাইরে যাওয়ার জন্য
ভালো জুতা আমার ছিলোনা।
কেন আমায় ভালো জুতা কিনে দিলোনা?
একথা মনে আসেনি কখনো।
হালকা লজ্জাবোধ আমার হতো
না থাকায় ভালো জুতো।
তবুও জুতা কেনার আগ্রহ আমার হলোনা।

আমি তখনই ভালো ছিলাম
যখন আমি জিহাদে যাওয়ার
রঙিন স্বপ্ন দেখতাম।
যখন গায়ে চাদর জরিয়ে
রাতভর বসে কবিতা লেখতাম,
আমি তখনই ভালো ছিলাম
যখন সেসব কবিতায় আমি
ভালো থাকার প্রতিচ্ছবি দেখতাম,
আমি তখনই ভালো ছিলাম।

আমি তখনই ভালো ছিলাম,
যখন আমি সুযোগ পেলেই
পড়তে বসতাম,
যখন আমি নিয়মিত অংক কষতাম।

আমি তখনই ভালো ছিলাম
যখন সবার সাথে হাসিমুখে
আমি কথা বলতাম।
প্রতিদিনই খুব ভোরে
উঠে কুরআন পড়তাম।
যখন আমি নিজেই নিজের সাথে
একা একা কথা বলতাম,
সবসময় একা চলতাম।

আমি তখনই ভালো ছিলাম
যখন নিজের একটা
জগৎ ছিলো আমার,
যা তৈরিতে লেগেছিলোনা
আমার কোন কামার, কুমার!

হ্যাঁ, আমি তখনই ভালো ছিলাম।
সে অতীত খুব দূরের নয়।
কিন্তু আমার অভ্যাস আমি
করে ফেলেছি ক্ষয়!
এখন আমার আবার
নিজেকে করতে হবে জয়।
আর চলবেনা নিজের সাথে
কোন রকম ছয়-নয়!

sahittorosh.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।