আমি বাঙালি, থাকি বাংলায়
খুঁজে দেখ পাইবে আমায়
পদ্মা মেঘনা যমুনায়।
পাইবে আমায় বাংলার
মাঠ ঘাট জনপদে, খুঁজে দেখ।
পাইবে আমায়, ফুলে ফুলে
ঘুরে বেড়ানো প্রজাপতির
ডানার রং বেরঙের আল্পনায়।
পাইবে আমায় কার্তিকের
কোন এক ধান ক্ষেতের মাঝে
হয়তো কোনো কাকতাড়ুয়ার বেশে।
তাকিয়ে দেখ আকাশ পানে
শঙ্খচিল ভাসছে নীলে,
তুমি পাইবে আমায় মাঝে।
খুঁজে দেখ পাইবে আমায়
মিটিমিটি জোনাক পোকার ভিড়ে।
পাইবে আমায় জোছনার চাদরে ঢাকা
বাংলার মাঠে ঘাটে বিলে প্রান্তরে।
আমি এক ছন্নছাড়া
ঘুরি এই বাংলার প্রাণে,
আমিতো এই বাংলারই এক ধূর্ত বালক।
মাঈদ আহম্মেদ
sahittorosh.com