সময় গেলে আরি

189
0
কুটি টাকা বসতায় বড়ি
সাথে আমার গুরুজন হরি,
গিন্নি বসায়ছে গরম হাড়ি
বিরানি এনে দে তাঁরা তারি।
লোকে অরন্য সারি সারি
সাম্য শান্তির কথা বাহারি,
ভুট হতে আর কত দেরি
সব শালারে তারাবো মারি।
মাথা কিনেছি গনিগনি
এখন হয়তো খাওয়াচ্ছি শিরনী,
কিসমিস দিয়ে মজার ফিরনি
সময় এলে পাবেনা আলুর চাননি।

লেখাঃ ফারুক আহমেদ
sahittorosh.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।