প্রাণ ফিরে পাক [মাঈদ আহাম্মেদ]

139
2
 

আষাঢ় মাসে কালি-মাখাকাশে
সূর্যির  দেখা নাইরে,
বৃষ্টির ধারায় মরা প্রকৃতিটা
আবারো প্রাণ ফিরে পায়রে।
চারিদিকে জল করে টলমল
ভরে যায় ধরা প্রাণে,
দখিনা বাতাসে কদম ফুলের
মৃদু ঘ্রাণ নাকে লাগে।
আয় আয় মেঘ আয় বৃষ্টি
আয় আয় নেমে আয়,
তোর মায়াজলে প্রকৃতিটা যেন
আবারো প্রাণ ফিরে পায়।



মাঈদ আহাম্মেদ

sahittorosh.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 thoughts on “প্রাণ ফিরে পাক [মাঈদ আহাম্মেদ]

  1. সাহিত্তিক mayeed